জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

মুমিনুল হক-ফাইল ছবি

জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

অনলাইন ডেস্ক

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি পাল্লেকেলেতে শুরু হচ্ছে আজ।   মাঠে নামার আগে গতকাল দুপুরে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করেন টাইগার অধিনায়ক মুমিনুল হক।

এসময় তিনি বলেন, আমি তো কোনো চাপে নেই। আমার দলও কোনো চাপে নেই।

আমরা এখানে এসেছি ম্যাচ জেতার জন্য। পুরোপুরি চেষ্টা করব ম্যাচ জেতার, এটাই। অবশ্যই শ্রীলঙ্কা ভালো অবস্থানে আছে।

আমরা শেষ দুইটা টেস্ট ভালো খেলতে পারিনি।

কিন্তু আগেও বলেছি- ক্রিকেটে অতীত নিয়ে চিন্তা করে লাভ নেই। যদি প্রসেস ঠিক থাকে, ৫ দিন ভালো খেলি ইনশাআল্লাহ জয় পাব।


বৈঠকতো দূরের কথা, বাবুনগরী কখনোই খালেদা জিয়াকে সামনাসামনি দেখেননি: হেফাজতে ইসলাম

কানাডার শীর্ষ নেতাদের সবাই অস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন

ফজিলতপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ

২১ এপ্রিল, ইতিহাসের এই দিনে


দলের প্রাণভোমরা সাকিব আল হাসান প্রসঙ্গে টাইগার অধিনায়ক বলেন, উনি বিশ্বের এক নম্বর অলরাউন্ডার। যেকোনো ফরম্যাটে দলের জন্য অনেক কার্যকরী ক্রিকেটার। আমার দলের ক্ষেত্রেও একই।

তিনি দলে না থাকলে কম্বিনেশন নিয়ে কিছুটা সংগ্রাম করতে হয়। অবশ্যই আমরা তাকে মিস করব। তবে দলে যেই আছে, সবার ভালো করার সামর্থ্য আছে। সাকিবের জায়গায় যেই আসবে তার জন্য দলে অবদান রাখার এটা ভালো সুযোগ।

news24bd.tv নাজিম