মুভমেন্ট পাসের কোনো আইনগত ভিত্তি নেই: গোলাম মোর্তজা

গোলাম মোর্তজা

মুভমেন্ট পাসের কোনো আইনগত ভিত্তি নেই: গোলাম মোর্তজা

Other

চিকিৎসকের পর সাংবাদিক নাজেহাল হয়েছে উল্লেখ করে সিনিয়র সাংবাদিক গোলাম মোর্তজা লিখেছেন, মুভমেন্ট পাসের কোনো আইনগত ভিত্তি নাই। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই অভিযোগ করেন। News24bd.tv এর পাঠকদের জন্য তার স্ট্যাটাসটি হুবহু তুলে দেওয়া হলো।

তিনি লিখেছেন: 

ডাক্তারের পর সাংবাদিক নাজেহাল।

সংবাদিককের মোটরসাইকেল আটক। কারণ ‘মুভমেন্ট পাস’ না থাকা।

প্রথমত: সাংবাদিক, ডাক্তারদের মুভমেন্ট পাস লাগবে না-পরিষ্কার করে তা বলা হয়েছিল।

দ্বিতীয়ত: মুভমেন্ট পাসের কোনো আইনগত ভিত্তি নেই।

তার মানে মুভমেন্ট পাসকে বেআইনি বলার সুযোগ আছে।

তৃতীয়ত: সরকার লকডাউন নামে ‘নিষেধাজ্ঞা’ ‘বিধি-নিষেধ’ ১৮ দফা ও ১৩ দফার যে প্রজ্ঞাপন জারি করেছে, তার কোথাও ‘মুভমেন্ট পাস’র কথা উল্লেখ নেই।


জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

বৈঠকতো দূরের কথা, বাবুনগরী কখনোই খালেদা জিয়াকে সামনাসামনি দেখেননি: হেফাজতে ইসলাম

কানাডার শীর্ষ নেতাদের সবাই অস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন

ফজিলতপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ


চতুর্থত: আইনগতভিত্তি ছাড়া এমন পাস ইস্যু করারই সুযোগ নেই পুলিশের।

পঞ্চমত: এই পাস কারও কাছে চাওয়া ও না থাকলে হয়রানি করার প্রক্রিয়াট সম্পূর্ণ বেআইনি।

গোলাম মোর্তজা, সিনিয়র সাংবাদিক

news24bd.tv নাজিম