কম খরচে লাভ বেশি হওয়ায় ভুট্টায় ঝুঁকছেন যশোরের চাষিরা

Other

আবহাওয়া অনুকুলে থাকায় যশোরে ভুট্টার আশানুরুপ উৎপাদন হয়েছে। স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় অনান্য ফসলের চেয়ে ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছে অনেকে। বর্তমানে বাজার দর ভাল থাকায় খুশি কৃষকরা।  

ভুট্টার আবাদ প্রসারের লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সব ধরণের সহায়তা করা হচ্ছে।

যশোরের মাটি ও আবহাওয়া ভুট্টা চাষের জন্য উপযোগী হওয়ায় ফলনও বেশ ভাল হয়েছে। ধান ও অন্যান্য ফসলের চেয়ে লাভ বেশি হওয়ায় ভুট্টা চাষে ঝুঁকছে এ অঞ্চলের  কৃষকরা।  

কৃষক জানান, গেল কয়েক বছর ধরে ধান, পাট ও গম চাষ করে লোকসান গুনতে হয়েছে তাদের। লাভের আশায় এ বছর ভুট্টার আবাদ করেছেন তারা।

 


করোনা সচেতনতা: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ স্টাইল

জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

বৈঠকতো দূরের কথা, বাবুনগরী কখনোই খালেদা জিয়াকে সামনাসামনি দেখেননি: হেফাজতে ইসলাম

কানাডার শীর্ষ নেতাদের সবাই অস্ট্রেজেনেকার ভ্যাকসিন নিচ্ছেন


ভুট্টার চাষ প্রসারেরর লক্ষ্যে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের সার, বীজসহ সব ধরনের সহায়তা করা হচ্ছে বলে জানালেন সংশ্লিষ্টরা।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে, যশোর অঞ্চলে ৯১ হাজার ৯৯০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছে।  

news24bd.tv নাজিম