পালাকেল্লেতে ঝড় তুললেন তামিম

পালাকেল্লেতে ঝড় তুললেন তামিম

অনলাইন ডেস্ক

আবারো নিজের জাত চেনালেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নিয়েছেন তিনি।  

কেন্ডির পাল্লেকেল্লেতে টস জিতে ব্যাটিং নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। স্কোরবোর্ডে মাত্র ৮ রান উঠতেই সাইফ হাসান ফিরে যান আউট হয়ে।

বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লু হয়ে শূন্য রানে সাজঘরে ফেরেন সাইফ। তবে অন্যপ্রান্ত আগলে রাখেন তামিম। এদিন ম্যাচের শুরু থেকেই তাণ্ডব চালান তিনি।  


করোনা সচেতনতা: যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ স্টাইল

জিততে এসেছি, ইনশাআল্লাহ জয় পাব: মুমিনুল

বৈঠকতো দূরের কথা, বাবুনগরী কখনোই খালেদা জিয়াকে সামনাসামনি দেখেননি: হেফাজতে ইসলাম


মাত্র ৫৩ বলে ফিফটি তুলে নেন তামিম।

তার এই ইনিংসে ১০টি চারের মার রয়েছে।

এদিন টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক মুশফিকুর রহিমকে ছাড়িয়ে গেলেন তিনি। মুশফিকের সাতটি টেস্ট কম খেলেই এ রান করে ফেলেছেন বাঁহাতি ওপেনার তামিম। রান তোলার গড়েও এগিয়ে তামিম। মুশফিক রান করেছেন ৩৬.৫৮ গড়ে, অন্যদিকে তামিমের রান এসেছে ৩৮.৪৫ গড়ে। ১২০ ইনিংসে এ রান করেছেন তামিম। আর মুশফিক করেছিলেন ১৩৪ ইনিংসে।

# টেস্ট ম্যাচে মারমুখী তামিম 

news24bd.tv নাজিম