করোনায় প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের জীবনাবসান

করোনায় প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের জীবনাবসান

অনলাইন ডেস্ক

প্রখ্যাত কবি বাংলা কবিতার পঞ্চপাণ্ডবের অন্যতম শঙ্খ ঘোষ আর নেই।   আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ৮৯ বছর বয়সে তিনি না ফেরার দেশে পাড়ি জমান।

বিভিন্ন লক্ষণ থাকায় গত সপ্তাহে তার করোনা পরীক্ষা করা হয়। ১৪ এপ্রিল বিকেলে রিপোর্ট আসে তার করোনা পজিটিভ।

এমনিতেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি, যা শারীরিকভাবে দুর্বল করে দিয়েছিল তাকে। এর আগে জানুয়ারিতেও হাসপাতালে ভর্তি করতে হয় তাকে।


ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১

ভিপি নুরের নামে আরও এক মামলা

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


প্রথম দিকে নিজ বাড়িতেই নিভৃতবাসে ছিলেন শঙ্খ ঘোষ। কিন্তু মঙ্গলবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে বুধবার সকালে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়।

কিন্তু চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে পাড়ি জমালেন কবি।

news24bd.tv তৌহিদ