এই লকডাউনে সীমিতি পরিসরে স্বাস্থ্যবিধি মেনে বিয়ে করলেন নাটকের পরিচিত দুই মুখ শামীম হাসান সরকার ও সারিকা সাবাহ। শামীম হাসান সরকার নিজেই তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে বিয়ের কথা জানান।
এরপরই খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ‘সীমিত পরিসরে বিয়ে ’ নামের একটি নাটকে অভিনয় করেছেন তারা। লকডাউন পরিস্থিতিতে বিয়ের গল্প সেই সঙ্গে নাটকীয় কিছু ঘটনা নিয়ে নাটকটি নির্মিত।
আরও পড়ুন
আল্লামা বাবুনগরীর বক্তব্য দেখে হতাশ মাওলানা মামুনুল
লকডাউনেও ঢাকায় রাস্তায় যানজট, চলাচল বেড়েছে মানুষের
দরিদ্রদের সহায়তায় প্রধানমন্ত্রীর সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ
তীব্র দাবদাহে দেশ, ৪ বিভাগে বৃষ্টির আভাস
শামীম হাসান সরকার জানান, ’নাটকটির গল্প সমসমায়িক। দর্শকরা দেখে আনন্দ পাবেন। পুরো পৃথিবীই এখন করোনায় উলট-পালট। এই সময়ে সবকিছুই সীমিত পরিসরে করতে হচ্ছে। বিয়েটাও। এমন গল্পেই নাটকটি। ’
নাটকটি ঈদে অনলাইনে মাধ্যমে প্রচার হবে বলে জানিছেন নির্মাতা।
news24bd.tv / কামরুল