ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ ১৮ জন আটক

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্যসহ ১৮ জন আটক

Other

ময়মনসিংহে কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ১৮জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব-১৪। বুধবার ভোরে ময়মনসিংহের গৌরিপুর উপজেলার বেলতলী এলাকায় এই অভিযান চালানো হয়। এসময় ভারতীয় পণ্য বহনকারী ছয়টি ট্রাক ও একটি কার্ভাডভ্যানও জব্দ করা হয়।

বুধবার বিকেলে র‌্যাবের সহকারি পুলিশ সুপার বেলায়েত হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

আটকরা হচ্ছেন- সোলাইমান কবির (৪০), চিত্তরঞ্জন দে (৫১), মোঃ মতিন (৩৬), মো. খায়রুল ইসলাম (২০), মো. আনোয়ার হোসেন (৩০), মো. আকরাম (২০), মো. মিরাজ (৩০), মো. মমিন (৩২), মো. ইমরান (২৫), মো. রাজু মিয়া (৩০), মো. নজরুল ইসলাম (৪০), মো. মাহফুজুর রহমান (৪০), মো. কামরুল ইসলাম (২২), মো. রুবেল (৩৪), সুমন মীর (৩২), মো. হারেস (৪৭), মো. রাজু (৩২), মো. সাব্বির (২০)।


ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডবের ঘটনায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১১

ভিপি নুরের নামে আরও এক মামলা

নাটোরের বড়াইগ্রামে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত


প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়েত হোসাইন উল্লেখ করেন, ভারতীয় এক হাজার থ্রিপিচ, ২৫০ লেহেঙ্গা, ১২ হাজার কেজি জিরা, ৩৫০ পিস শাড়ি, ৩ হাজার ২০০ পিস সাবান, ২০ হাজার পিস মেহেদী, ৪ হাজার পিস চকলেট, ৭ হাজার পিস ক্রীম উদ্ধার করা হয়েছে।

এসব ভারতীয় পণ্য অবৈধভাবে বাংলাদেশে আনা হয়েছে বলে আটকরা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে গৌরিপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর