দর ভাল না হওয়ায় বিপাকে চাষীরা

বেচাকেনায় জমে উঠেছে দিনাজপুরের গাবুড়া টমেটোর বাজার

Other

করোনা মহামারীর এই সময়ে বেচাকেনায় জমে উঠেছে দিনাজপুরের গাবুড়া টমেটোর বাজার। স্বাস্থ্যবিধি মানতে উদাসীন ক্রেতা-বিক্রেতা উভয়েই। তবে এবার বাজার দর ভাল না থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা।  

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও লকডাউনের কারণে দুর-দুরান্ত থেকে পাইকার না আসায় টমেটোর দর নিম্নমুখী।

টমেটো সংরক্ষেনের জন্য এই অঞ্চলে হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন কৃষক নেতারা।  

দেশের সবচেয়ে বড় টমেটোর আড়ৎ দিনাজপুরের ঐতিহ্যবাহী গাবুড়া টমেটোর বাজার। কৃষকরা বিভিন্ন এলাকা থেকে টমেটো নিয়ে আসে এই বাজারে। প্রতিদিন ভোর থেকে বেলা ১২টা পর্যন্ত চলে বেচা কিনি।

তবে করোনা মহামারীর এই সময়ে স্বাস্থ্য বিধি উপেক্ষা করেই চলছেন ক্রেতা-বিক্রেতারা। এমনকি সামাজিক দুরত্বেরও নেই কোন বালাই।

কৃষকরা জানান, গেল বছর ভরা মৌসুমে এক মন টমেটোর দাম ছিল ৪শ থেকে ৫শ টাকা। এবার সেই টমেটো বিক্রি হচ্ছে আড়াইশ থেকে ৩শ টাকা মন দরে। এতে লাভ তো দুরের কথা, লোকসান গুনতে হচ্ছে তাদের ।

ব্যবসায়ীরা বলছেন, করোনা ও লকডাউনের কারণে দুর-দুরান্ত থেকে পাইকার না আসায় টমেটোর দর নিম্নমুখী ।

টমেটো সংরক্ষনের জন্য এই অঞ্চলে একটি হিমাগার নির্মাণের দাবি জানিয়েছেন কৃষক নেতারা।  

কৃষি অফিসের তথ্য মতে, দিনাজপুর জেলায় প্রতিবছর প্রায় ১২শ হেক্টর জমিতে টমেটো চাষ হয়। আর উৎপাদন হয় ৫০ হাজার মেট্রিক টনের বেশি।

আরও পড়ুন


স্বাস্থ্যবিধি মেনে বিয়ে করলেন শামীম-সারিকা!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ৯৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪২৮০

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম এক দিনের রিমান্ডে


news24bd.tv / কামরুল