ফের আল আকসা মসজিদের ইমামের ওপর ৪ মাসের নিষেধাজ্ঞা

ফের আল আকসা মসজিদের ইমামের ওপর ৪ মাসের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক

২৬ মার্চে নিষেধাজ্ঞার পর পবিত্র মসজিদ আল-আকসার ইমাম শেখ ইকরিমা সাবরির ওপর ফের চার মাসের নিষেধাজ্ঞা দিয়েছে ইসরায়েল সরকার।

সোমবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি চিঠি ইমাম শেখ ইকরিমা সাবরির কাছে পাঠানো হয়েছে।

চিঠিটি ইসরায়েলের স্বারাষ্ট্রমন্ত্রী এরিয়ে ডেরির স্বাক্ষরিত ছিল বলে জানা গেছে। তবে কেনো এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার কোনো জবাব বা মন্তব্য পাওয়া যায় নি।

 


সুরা আরাফ ও সুরা আনফালের বাংলা অনুবাদ

নারী ফুটবল দলে করোনার হানা

নিখোঁজের ১১২ দিন পর সেপটিক ট্যাঙ্কে মিলল নারীর লাশ


নিষেধাজ্ঞা প্রসঙ্গে আল-আকসার ইমাম বলেন, ইসরায়েলের এই আদেশ অন্যায়। জেরুজালেম ফিলিস্তিনিদের। এটা ইসরাইল নিয়ন্ত্রণ করতে পারে না।

এর আগে গত ২৬ মার্চও শেখ ইকরিমার ওপর একমাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সে মেয়াদ শেষ হবার আগেই এবার আরও ৪ মাসের নিষেধাজ্ঞা জারি করা হলো।

news24bd.tv তৌহিদ

সম্পর্কিত খবর