প্রতিদিনই বাড়ছে রোগী

ডায়রিয়ার প্রকোপে দিশেহারা দক্ষিণবঙ্গ

নিজস্ব প্রতিবেদক

বরিশালে ডায়রিয়া পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। প্রতিদিনই হাসপাতালে নতুন রোগী ভর্তি হচ্ছে । গেল কয়েক দিনে এই বিভাগে ডায়রিয়ায় মৃত্যু হয়েছে ৮ জনের। সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি, করোনার প্রকোপ ও উপকূলীয় এলাকায় লবনাক্ত পানির উপস্থিতির কারনে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ডায়রিয়া আক্রান্তের সু-নির্দিস্ট কারন অনুসন্ধানে রোগীদের নমূনা সংগ্রহ করছে আইইডিসিআর।  

মার্চ ও এপ্রিল মাসে সাধারনত ডায়রিয়ার প্রকোপ দেখা দেয়। তবে এবার এপ্রিলে ডায়রিয়া আক্রান্তের রোগীর সংখ্যা আগের সব রেকর্ড ভেঙ্গেছে। গেল  মার্চে বরিশাল জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৭৫১ জন ডায়রিয়া রোগী।

চলতি মাসে এ পর্যন্ত জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ হাজার ৯২ জন রোগী।

আরও পড়ুন


স্বাস্থ্যবিধি মেনে বিয়ে করলেন শামীম-সারিকা!

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ৯৫ জন

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪২৮০

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম এক দিনের রিমান্ডে


বরিশাল জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ড রোগীতে ভরা। শয্যা সংকট দেখা দেয়ায় ওয়ার্ডের মেঝে, বারান্দাতে চিকিৎসা নিচ্ছেন অনেকে। রোগীর চাপ সামলাতে না পেরে হাসপাতাল ভবনের বাইরে  ক্যাম্প করেও চিকিৎসা দেয়া হচ্ছে।

গেল পহেলা জানুয়ারী থেকে ২১ এপ্রিল পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে বরিশালের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ হাজার ১৮৩জন রোগী।

বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক অনুষ্ঠান বৃদ্ধি ও  উপকূলীয় এলাকায় লবনাক্ত পানির উপস্থিতির কারনে ডায়রিয়া আক্রান্তের হার বাড়ছে। এছাড়া করোনার কারনেও ডায়রিয়া আক্রান্তের সংখ্যা বাড়ছে। এর সু-নির্দিস্ট কারন অনুসন্ধানে আইইডিসিআর রোগীদের নমূনা সংগ্রহ করছে বলে তারা জানান।

গেল ২৪ ঘন্টায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে পটুয়াখালীতে ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ৮ জনের মৃত্যু হলো ।

news24bd.tv / কামরুল