যশোরে জেলা পরিষদ সুপার মার্কেট আগুনে পুড়ে ছাই

যশোরে জেলা পরিষদ সুপার মার্কেট আগুনে পুড়ে ছাই

Other

যশোরে টাউন হল মাঠ সংলগ্ন জেলা পরিষদ সুপার মার্কেটে আগুন লেগেছে। এই অগ্নিকান্ডে মার্কেটের ১৫ থেকে ২০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।  

স্থানীয়রা জানান বুধবার রাত পৌনে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এ অগ্নিকান্ডে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা।

এসময় ঘন্টাব্যাপী চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।

তবে ব্যবসায়ীরা বলছে, সামনে ঈদকে সামনে রেখে কিছু কাপড় তুলেছিলেন কিন্তু এ আগুনে সব পুরে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পলাশ বলেন, মার্কেটের ব্যবসায়ীরা ঈদুল ফিতরকে সামনে রেখে দোকানিরা নতুন কাপড় তুলেছিলেন। আগুনে অনেক টাকার ক্ষতি হয়ে গেল।

আরও পড়ুন


পাকিস্তানের বিলাসবহুল হোটেলে ভয়াবহ বোমা বিস্ফোরণে নিহত ৪, আহত ১১

যাদের জন্য রমজানে রোজা রাখা বাধ্যতামূলক

যেভাবে ইসলামের দাওয়াত দিতেন বিশ্বনবী

সমঝোতার চেষ্টায় হেফাজত


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জানান, খবর পেয়ে আমাদের ৪টি টিম কাজ করেছে প্রায় ঘন্টাব্যাপী চেষ্টার পর আগুন নেভানো সম্ভব হয়েছে।

মার্কেটের পেছনে জেলা পরিষদের পাশ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিট কিংবা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয় বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

news24bd.tv আহমেদ