রাশিয়ার জবাব হবে ‘তড়িৎ ও ভয়াবহ’: পুতিনের হুঁশিয়ারি

রাশিয়ার জবাব হবে ‘তড়িৎ ও ভয়াবহ’: পুতিনের হুঁশিয়ারি

অনলাইন ডেস্ক

রাশিয়ার জাতীয় নিরাপত্তা সীমারেখা অতিক্রম করার ব্যাপারে পাশ্চাত্যকে কঠোরভাবে হুঁশিয়ারি করে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বুধবার জাতির উদ্দেশে দেয়া তার বার্ষিক ভাষণে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশ বৃদ্ধিকে কেন্দ্র করে আমেরিকাসহ পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার উত্তেজনা যখন বেড়ে যাচ্ছে তখন পুতিন এ হুঁশিয়ারি দিলেন।

তিনি বলেন, রাশিয়ার রেড লাইন অতিক্রম করলে রাশিয়ার জবাব হবে ‘তড়িৎ ও ভয়াবহ’।

প্রেসিডেন্ট পুতিন তার ভাষণে বলেন, “আমি আশা করব রাশিয়ার রেড লাইন ক্রস করার ধৃষ্টতা কেউ দেখাবে না। আর প্রতিটি ক্ষেত্রে রেড লাইন অতিক্রম করার বিষয়টি আমরাই নির্ধারণ করব। ”


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

গালি ভেবে গ্রামের নাম মুছে দিলো ফেসবুক

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

রাস্তা-ঘাট থেকে শুরু করে শ্বশুড় বাড়িতেও পদ-পদবীর দাপট


তিনি আরো বলেন, “রাশিয়ার একান্ত নিরাপত্তা স্বার্থের বিরুদ্ধে যারাই উসকানিমূলক হুমকি সৃষ্টি করবে মস্কো তাদেরকে অনুতপ্ত করবে যেরকম অনুতপ্ত তাদেরকে অতীতে কখনো হতে হয়নি। ”

ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশের ব্যাপারে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, নিজের সীমান্তের যেকোনো স্থানে সেনা মোতায়েনের অধিকার তাদের রয়েছে এবং এর মাধ্যমে কাউকে হুমকি দেয়া হচ্ছে না।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক