প্রথম বিয়ের কথা ১৩ বছর গোপন করলেন স্ত্রী, স্বামীর ক্ষতিপূরণ মামলা

প্রতীকী ছবি

প্রথম বিয়ের কথা ১৩ বছর গোপন করলেন স্ত্রী, স্বামীর ক্ষতিপূরণ মামলা

অনলাইন ডেস্ক

১৩ বছর ধরে নিজের আগের বিয়ের কথা লুকিয়ে রেখেছিলেন স্ত্রী। এতো বছর পর জানতে পেরে স্ত্রীর কাছে লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন স্বামী!

এই ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার মাকাসসারে। সেখানকার বাসিন্দা ইউলিয়ান আপরিয়ান্টো যখন তার স্ত্রীকে বিয়ে করেন তখন তিনি জানতেন না যে, তার আগে একবার বিয়ে হয়েছিল।

কিন্তু ইউলিয়ানকে বিয়ের ১৩ বছর আগে ১৯৯৬ সালে সাইয়ি হানাফি নামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়েছিল ওই নারীর।

প্রতারিত হয়েছেন দাবি করে স্ত্রীর কাছে ৪ লাখ ৬০ হাজার ইন্দোনেশিয়ান রুপিয়াহ (প্রায় ২৮ লাখ টাকা) ক্ষতিপূরণ চাইছেন ইউলিয়ান। কারণ ওই নারীকে বিয়ে করতে তার যে খরচ হয়েছে এবং স্ত্রীর মিথ্যার কারণে তাকে যে লজ্জায় পড়তে হয়েছে, এজন্য এই ক্ষতিপূরণ যথার্থ বলে মনে করেন তিনি। ইউলিয়ানের সঙ্গে বিয়ের আগে ওই নারীর পরিবার মিথ্যা কাগজপত্র দাখিল করেছিল বলেও জানান তিনি।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

'টিকায় কিছু হবে না, লাভ যা হওয়ার মদেই হবে'

বেনজেমা ভেল্কিতে লা লিগার শীর্ষে রিয়াল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন


বিয়ের পর স্ত্রীকে ডাক্তারি পড়াতেও খরচ করেন ইউলিয়ান।

এখন সেই অর্থও ক্ষতিপূরণ হিসেবে ফেরত চান তিনি।

ইউলিয়ান বলেন, তাদের বিয়ের ৩ মাস আগে তাদের পরিচয় হয়। এই তিন মাসের মধ্যে তার স্ত্রী নিজেকে সিঙ্গেল দাবি করেন এবং নিজের প্রথম বিয়ের কথা গোপন করেন। ২০০৬ সালে বিয়ে করেন তারা।

news24bd.tv / নকিব