পিরোজপুরে এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত ১৮০০

পিরোজপুরে এক মাসে ডায়রিয়ায় আক্রান্ত ১৮০০

Other

পিরোজপুরে হঠাৎ করে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতিদিন পিরোজপুর জেলা হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ৬০-৭০ জন রোগী ভর্তি হচ্ছেন। এদের মধ্যে বেশির ভাগই শিশু। আট মাস থেকে পাঁচ বছর বয়সের শিশুর সংখ্যা বেশি।

হাসপাতালে জায়গার অভাবে মেঝে এবং বারান্দায় রেখে রোগীদের চিকিৎসা দিচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ।  

এদিকে জেলা সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী জানান. গত ফেব্ররুয়ারি থেকে হঠাৎ করে জেলায় ডায়রিয়ার প্রকোপ শুরু হলেও মার্চ ও এপ্রিল মাসে এই রোগের তীব্রতা বেড়ে যায়। গত এক মাসে পিরোজপুর জেলার বিভিন্ন হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত ১৮০০ রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন


এবার কক্সবাজারে ভিপি নুরের বিরুদ্ধে মামলা

চাকরী দেবে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

বেনজেমা ভেল্কিতে লা লিগার শীর্ষে রিয়াল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন


বর্তমানে সুধুমাত্র পিরোজপুর জেলা হাসপাতালেই ভর্তি আছেন দেড় শতাধিকেরও বেশি ডায়রিয়া রোগী।

যাদের মধ্যে ৯৫ জনই শিশু। ডায়রিয়া ওয়ার্ডে স্থান সংকুলান না হওয়ায় রোগীদের ঠাঁই হয়েছে হাসপাতাল মেঝে ও বারান্দায়। এ অবস্থায় চিকিৎসা দিতে রীতিমতো হিমশিম খাচ্ছেন নার্স, চিকিৎসক এবং কর্মচারীরা। চিকিৎসকরা বলছেন আবহাওয়া পরিবর্তন ও খাবারের পানিতে অতিরিক্ত লবনাক্ত থাকার কারণেই এ অবস্থা।

news24bd.tv / কামরুল