শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, টিকটকের বিরুদ্ধে মামলা

শিশুদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ, টিকটকের বিরুদ্ধে মামলা

অনলাইন ডেস্ক

কয়েক লাখ ইউরোপীয় শিশুর ব্যক্তিগত তথ্য অবৈধভাবে ব্যবহারের অভিযোগে টিকটকের বিরুদ্ধে লন্ডন হাইকোর্টে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি করেছেন ইংল্যান্ডের সাবেক শিশুবিষয়ক কমিশনার অ্যান লংফিল্ড।

আদালতে দোষী সাব্যস্ত হলে শতকোটি পাউন্ড জরিমানা গুনতে হবে চীনা প্যারেন্ট কোম্পানি বাইটড্যান্স মালিকানাধীন কোম্পানিটিকে।

আইনজীবীদের অভিযোগ, টিকটক শিশুদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে।

যার মধ্যে রয়েছে ফোন নম্বর, ভিডিও, অবস্থান ও বায়োমেট্রিক তথ্য। কিন্তু এসব তথ্য গ্রহণের আগে টিকটক যথাযথভাবে কোনো সতর্কতা নোটিফিকেশন দেয় না।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


এ ব্যাপারে টিকটক জানায়, আমরা মনে করি, যেই অভিযোগ করা হয়েছে সেখানে তথ্যপ্রাপ্তির ঘাটতি রয়েছে।

২০১৮ সালের ২৫ মে থেকে যেসব শিশু টিকটক ব্যবহার করে আসছিল, তাদের তথ্যের ভিত্তিতেই এ মামলা দায়ের করা হয়েছে।

news24bd.tv / নকিব