খুলনায় কর্মহীন দুঃস্থ শিল্পী কলা-কুশলীদের অনুদান

খুলনায় কর্মহীন দুঃস্থ শিল্পী কলা-কুশলীদের অনুদান

Other

করোনা ভাইরাস পরিস্থিতিতে খুলনায় কর্মহীন দুঃস্থ ২৯৭ জন সাংস্কৃতিক শিল্পী, কলা-কুশলী ও কবি-সাহিত্যিকদের সরকারি অর্থ সহায়তা দেওয়া হয়েছে।  

বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে পাওয়া এ অনুদানের চেক শিল্পীদের মাঝে হস্তান্তর করা হয়। প্রত্যেক শিল্পীর জন্য ১০ হাজার টাকা করে মোট দুই লাখ ৯৭ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।

আরও পড়ুন


দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু বাড়ল

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ৪০১৪

স্বাস্থ্যবিধি মেনে বিয়ে করলেন শামীম-সারিকা!

করোনায় গেল পুলিশ সদস্যের প্রাণ


খুলনা বয়রা মহিলা কলেজ অডিটোরিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

জুমঅ্যাপে সংযুক্ত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য শেখ সালাহ উদ্দিন জুয়েল।  

জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেনের সভাপতিত্বে বক্তৃতা করেন অধ্যক্ষ টিএম জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) মো. মাদিকুর রহমান খান, আওয়ামী লীগ নেতা এমডিএ বাবুল রানা, খুলনা প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহিদ হোসেন ও খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুন্সি মাহবুব আলম সোহাগ।   

news24bd.tv / কামরুল