কাঁচামালের মূল্যবৃদ্ধি মোকাবেলায়

পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে কোকাকোলা

অনলাইন ডেস্ক

কাঁচামালের মূল্যবৃদ্ধি মোকাবেলায় পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে কোমল পানীয় বাজারজাত প্রতিষ্ঠান কোকাকোলা। দাম বৃদ্ধির এ ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস কুইন্সি।

অন্য দুই কোমল পানীয় বাজারজাত প্রতিষ্ঠান কিম্বারলি ক্লার্ক ও জেএম স্মুকারের সঙ্গে মূল্যবৃদ্ধির প্রতিযোগিতায় যোগ দিলো কোকাকোলা। নিজেদের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে এ পদক্ষেপ।

 

তবে করোনা মহামারীর অর্থনৈতিক প্রভাবে এরইমধ্যে নগদ অর্থের সংকটে থাকা গ্রাহকদের ওপর চাপ সৃষ্টি করবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। চলতি বছরের প্রথম প্রান্তিকের ফল প্রকাশের পর কোকের শেয়ারদর বেড়েছে ১ শতাংশ।  

সর্বশেষ ২০১৮ সালে দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল সংস্থাটি। সেসময় তৎকালীন মার্কিন প্রশাসনের অধীনে অ্যালুমিনিয়ামের শুল্কের প্রভাবের কথা উল্লেখ করেছিল তারা।

news24bd.tv / কামরুল