আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুনে বাড়লো নিহতের সংখ্যা

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুনে বাড়লো নিহতের সংখ্যা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনায় আরও একজন নিহত হয়েছেন। তার নাম নিলুফার। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো দুই।

নিহতদের মধ্যে একজন পুরুষও রয়েছেন।

এ ঘটনায় ১৮ জন আহত হয়েছেন।  

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিস ডিফেন্সের ঢাকা বিভাগের সহকারী পরিচালক দেবাশীষ বর্ধন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আহত ১৮ জনের মধ্যে ফায়ার সার্ভিসের ৩ সদস্য রয়েছেন। তাদের মধ্যে দুইজনকে ঢাকা মেডিকেল অন্যজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।

বাকি যে ১৫ জন রয়েছেন তাদেরকে মিটফোর্ড ও ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলেও জানান তিনি।  


জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের উদ্দেশে শেখ হাসিনার ভিডিও বার্তা

ফজর নামাজের ফজিলত

লকডাউন শেষে যা যা বন্ধ রাখার পরামর্শ

চিকিৎসকের সঙ্গে বিতণ্ডা: সেই ম্যাজিস্ট্রেট বদলি


এর আগে রাত ৩টা ১৮ মিনিটের দিকে আরমানিটোলার হাজী মুসা ম্যানশন নামের একটি ছয়তলা ভবনের নিচতলায় অবস্থিত কেমিক্যাল গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।   

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে, নিহত ১, আহত ১৭

news24bd.tv নাজিম