স্বপ্নময় আরো একটি দিনের দিনের প্রত্যাশায় ​ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা

স্বপ্নময় আরো একটি দিনের দিনের প্রত্যাশায় ​ব্যাটিংয়ে নেমেছে টাইগাররা

অনলাইন ডেস্ক

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিনে ব্যাট করতে নেমেছে বাংলাদেশ। শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টায় খেলা শুরু হয়।

এ রিপোর্ট লেখা পর্যন্ত মুশফিকুর রহিম ৫৫ ও লিটন দাস ৪৯ রানে ব্যাট করছিলেন। দলের সংগ্রহ ছিলো ৪ উইকেটে ৫১১ রান।

লঙ্কান বোলারদের শাসন করেছে গত দুই দিন।   গতকাল বৃহস্পতিবার চার উইকেটে ৪৭৪ রানে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ।

গতকাল দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশ দলের কোচ রাসেল ডমিঙ্গো বলেছেন, ‘কাল (আজ শুক্রবার) সকালে দ্রুত কিছু রান করতে হবে আমাদের। ৫২০-এর বেশি রান করে তাদের ব্যাটিংয়ে পাঠিয়ে চাপে ফেলা আমাদের লক্ষ্য।

উইকেট খুবই ভালো। তবে বড় রানের পর ব্যাটিং করাটা সব সময়ই চাপের। ওদের ব্যাটসম্যানেরা ক্লান্ত থাকবে, রানের চাপ থাকবে তাদের ওপর। আমাদের ভালো সুযোগ থাকবে ২০ উইকেট নেওয়ার। কাজটা কঠিন, তবে আমাদের চেষ্টা থাকবে সাফল্য পাওয়া। ’


করোনার ভয়ে ভারত ছাড়লো শাহরুখের পরিবার

রাহমানিয়া মাদ্রাসায় রাজনীতি ঢোকান বাবা আজিজুল, দখল করে রাখেন ছেলে মাওলানা মামুনুল, অভিযোগ শিক্ষকদের

ফর্মুলা দেবে রাশিয়া, করোনার টিকা উৎপাদন করবে বাংলাদেশ

আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনের আগুনে বাড়লো নিহতের সংখ্যা


এদিকে নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের অসাধারণ দুটি সেঞ্চুরিতে সাড়ে চার শতাধিক রান করে বাংলাদেশ। শান্ত ১৬৩ ও মুমিনুল ১২৭ রান করেন।

অপরাজিত আছেন মুশফিকুর রহিম (৪৩) ও লিটন দাস (২৫)। গতকাল দিনের খেলা ২৫ ওভারের মতো বাকি ছিল। তাই আজ শুক্রবার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে মাঠে গড়াবে টেস্টের তৃতীয় দিন।

news24bd.tv নাজিম