২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

নিজস্ব প্রতিবেদক

আগামী ২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকান খোলা রাখা যাবে বলে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে জানা গেছে।

আজ ২৩ এপ্রিল শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে বল হয়েছে ২৫ এপ্রিল (রোববার) থেকে দোকানপাট ও শপিংমল সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখা যাবে। তবে স্বাস্থ্যবিধি না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন:


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সামাল দিতে দ্বিতীয় বারের মত ২১ তারিখ থেকে ২৮ তারিখ পর্যন্ত 'লকডাউন' এর সিদ্ধান্ত নেয়া হয়। তবে শুরু থেকেই এর বিরোধিতা করছিল ব্যবসায়ীরা। এনিয়ে দোকানি ও ব্যবসায়ীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

এবার লকডাউন দেয়া হলেও আগেই জানানো হয়েছে জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান, ওষুধের দোকান, কাঁচাবাজার ও খাবারের দোকান লকডাউনের সময় খোলা থাকবে।

সেইসঙ্গে গার্মেন্ট ও অন্যান্য শিল্প-কারখানাগুলো লকডাউনের আওতামুক্ত থাকবে।

news24bd.tv / কামরুল