বান্দরবান সীমান্তে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা নিহত

বান্দরবান সীমান্তে বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' রোহিঙ্গা নিহত

Other

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম এলাকায় বিজিবির সঙ্গে 'বন্দুকযুদ্ধে' মোহাম্মদ ইব্রাহীম নামের এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

গত রাত বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আজাদ।

  নিহত ইব্রাহীম উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের লম্বাশিয়া ক্যাম্পের সৈয়দ আলমের ছেলে।

লে. কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ বলেন, ঘুমধুমের বাইশফাঁড়ি এলাকা দিয়ে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশকালে টহলরত বিজিবি সদস্যদের ওপর গুলি বর্ষণ করেন ইয়াবা কারবারিরা।

আরও পড়ুন:


২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


এ সময় আত্মরক্ষার্থে বিজিবিও গুলি চালালে ইয়াবা কারবারিরা পালিয়ে যান। পরে ঘটনাস্থল তল্লাশি করে একজনের মরদেহ পাওয়া যায়।

একই সঙ্গে ৮০ হাজার ইয়াবা, একটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

news24bd.tv / কামরুল