চিঠি লিখে ভ্যাকসিন ফেরত দিলো চোর

চিঠি লিখে ভ্যাকসিন ফেরত দিলো চোর

অনলাইন ডেস্ক

ঘটনা ভারতের হরিয়ানা রাজ্যের। জিন্দো জেনারেল হাসপাতালের স্টোররুম থেকে চুরি হয়ে গিয়েছিল ১,৭০০ করোনা ভ্যাকসিন। কিন্তু এরপর চিঠি লিখে সেই ভ্যাকসিন ফেরত দিয়েছে চোর।

জিন্দো সিভিল লাইন্স থানার সামনে ১,৭০০ ভ্যাকসিন এবং একটি চিঠি রেখে যায় সেই চোর।

চোরের লেখা ওই চিঠিটি হিন্দিতে লেখা। ওই চিঠিতে লেখা রয়েছে, ‘দুঃখিত, আমি বুঝতে পারিনি যে এগুলি করোনার ভ্যাকসিন। ’ 


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


জিন্দো সিভিল লাইন্স থানা এলাকায় সিসিটিভি ফুটেজ দেখে চোরেদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

চোরের খোঁজে তল্লাশিও শুরু করেছে পুলিশ কর্মকর্তারা।

যদিও চুরি যাওয়া ভ্যাকসিন ফিরিয়ে দিয়ে মানবিকতার পরিচয় দিল এই চোর।

news24bd.tv / নকিব