লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!

অনলাইন ডেস্ক

লকডাউনের জন্য কিছুতেই প্রেমিকার সঙ্গে দেখা করা সম্ভব হচ্ছে না। জনগণকে রাস্তায় বের না হওয়ার ব্যাপারে কঠোর অবস্থানে পুলিশ। এমন অবস্থায় প্রেমিকার সাক্ষাৎ পেতে মুম্বাই পুলিশের সহায়তা চাইলো এক যুবক।

মুম্বাই পুলিশকে টুইট করেন তিনি।

আর তার উত্তরও দিয়েছে মুম্বাই পুলিশও। আর সেই জবাব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

অশ্বিন বিনোদ নামের এক যুবক টুইটারে মুম্বাই পুলিশের কাছে জানতে চান, ‘আমি আমার বান্ধবীর সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য কী স্টিকার (বিধি নিষেধের মধ্যে বাইরে বেরোনোর প্রয়োজনীয় নথি) ব্যবহার করব? আমি ওকে চোখে হারাচ্ছি’।

news24bd.tv


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

৫৩ জন নাবিকসহ নিখোঁজ ইন্দোনেশিয়ার সাবমেরিন

ভিক্ষা করে হলেও অক্সিজেন সরবরাহের নির্দেশ ভারতে

১৫ বছর ধরে কাজে যান না, বেতন তুললেন সাড়ে ৫ কোটি টাকা!


জবাবে মুম্বাই পুলিশের পক্ষ থেকে বলা হয়, ‘আমরা বুঝতে পারছি এটা আপনার জন্য খুব দরকারি।

কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এটি আমাদের জরুরি পরিষেবার মধ্যে পড়ে না। দূরত্বের ফলে হৃদয়ের টান বাড়ে। আর এই মুহূর্তে আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে’।

মুম্বাই পুলিশ আরও জানায়, ‘আমরা আপনাদের সারা জীবন একসঙ্গে থাকার প্রার্থনা জানাচ্ছি। এটা একটা সাময়িক পর্যায়’।

news24bd.tv / নকিব