মসজিদই যখন করোনা হাসপাতাল!

মসজিদই যখন করোনা হাসপাতাল!

অনলাইন ডেস্ক

করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো দেশ। বেরিয়ে এসেছে দেশটির ভঙ্গুর চিকিৎসাব্যবস্থার রূপ। এমন অবস্থায় চিকিৎসার অভাবে প্রতিদিনই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন অনেকে।

করোনা মহামারিতে রোগীদের চিকিৎসায় মানবিকতার উদাহরণ সৃষ্টি করেছে ভারতের গুজরাটের মুসলমানরা।

করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসায় মসজিদকেই তৈরি করা হয়েছে ৫০ শয্যার কোভিড হাসপাতালে।

এ হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছেন করোনা আক্রান্ত রোগী। চাপ বাড়ায় হাসপাতালের পরিধি বাড়াতে কাজ শুরু করেছে মসজিদ কমিটি।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!


জাহাঙ্গীরপুরা মসজিদের ট্রাস্টি ইরফান শেখ বলেন, 'আমরা মসজিদকে করোনা আক্রান্ত রোগীদের জন্য হাসপাতাল হিসেবে ব্যবহার করছি।

এই মুহূর্তে ৫০টি বেডের ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজন হলে এ সংখ্যা আরও বাড়ানো হবে। '

দুই সপ্তাহ আগে গুজরাটেরই স্বামী নারায়ণ মন্দিরে তৈরি করা হয় ৫০০ শয্যা বিশিষ্ট অস্থায়ী কোভিড হাসপাতাল।

news24bd.tv / নকিব