ভারতে করোনায় মৃতের লাশ ফেলে 
দেওয়া হচ্ছে, অভিযোগ স্বজনদের

ভারতে করোনায় মৃতের লাশ ফেলে দেওয়া হচ্ছে, অভিযোগ স্বজনদের

অনলাইন ডেস্ক

ভারতের মধ্যপ্রদেশে করোনা আক্রান্ত হয়ে মৃতদের মরদেহ স্বজনদের হাতে তুলে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করা হয়েছে। বরং তাদের না জানিয়েই দূরে মরদেহ ফেলে দেওয়া হচ্ছে।

রাজ্যটির রাজধানী ভোপাল থেকে ৫৭ কিলোমিটার দূরে বিদিশা জেলা হাসপাতালে এমনই একটি মর্মান্তিক ভিডিও দেখা গেছে।

ভিডিওতে দেখা যায়, করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া এক ব্যক্তির মরদেহ নিয়ে হাসপাতাল থেকে একটি অ্যাম্বুলেন্স বেরিয়ে এসেছে।

হাসপাতালের ফটক পেরিয়ে মোড়ে পৌঁছে মরদেহটি ছুড়ে ফেলে দিয়েছে। অ্যাম্বুলেন্সটির হাড্ডিসার চালককে আতঙ্কগ্রস্ত অবস্থায় দেখা গেছে।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!


এরপর দুজন লোক সেখানে দৌড়ে চলে যান। যদিও তখন পিপিই-পরা একজন লোককে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে উঁকি দিতে দেখা গেছে।


অভিযোগে বলা হচ্ছে, স্বজনদের না জানিয়েই মরদেহ দূরে ফেলে দিয়ে আসছে হাসপাতাল কর্তৃপক্ষ।
উল্লেখ্য, মহমারির দ্বিতীয় ঢেউ সবচেয়ে জোরে আছড়ে পড়েছে ভারতে। টানা দ্বিতীয় দিন তিন লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে দেশটিতে।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক