কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা

Other

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো ছাত্রলীগ।  

শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক সজীব সাহার নেতৃত্বে ছাত্রলীগের ২০ জন নেতাকর্মীরা কৃষক সবুজ মিয়ার ধান কেটে দেন। সকাল ১০ টায় সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের নুরুইল দক্ষিনপাড়া এলাকায় কৃষক সবুজ মিয়ার ৩১ শতাংশ জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন তারা।

 

এর আগে বৃহস্পতিবার সদর উপজেলা সাবগ্রামের চান্দপাড়ায় কৃষক সোহরাব হোসেনের ২৮ শতাংশ জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক মুকুল ইসলামের নেতৃত্বে ২৫ জন নেতাকর্মী এতে অংশগ্রহন করেন। এ সময় জেলা ছাত্রলীগের কর্মী ইউসুফ, শামীম, জীম, নুর, মোমিন, আহাদ, নাবিল, শাহরিন, শুভ ও মেহেদী উপস্থিত ছিলেন।

শুক্রবার ধান কাটা কর্মসূচিতে অংশ নেন শেখেরকোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান ডালিম, ছাত্রলীগ নেতা নুর আলম, আব্দুর রউফ সুইট, আব্দুল মোমিন, আরিফুর ইসলাম, মোহন ইসলাম, সামিউল হক, সাগর ইসলাম, আবু সাঈদ, বাধন ইসলাম, সবুজ হাসান প্রমুখ।

আরও পড়ুন:


ওবায়দুল কাদেরকে পদত্যাগের আহ্বান ভাগ্নে মঞ্জুর

২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৮

বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২


কৃষক সবুজ মিয়া ও সোহরাব হোসেন জানান, খবরে দেখেছি, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ধান কেটে দেয়ার নির্দেশ দিয়েছেন, ছাত্রলীগের ছেলেগুলো ধান কেটে দিয়েছে। ক্ষেতে ধান পাকছে কিন্তু কাটার জন্য বিপদে ছিলাম, ছাত্রলীগের কর্মীরা আমাদের সেই চিন্তা দূর করে দিয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাইমুর রাজ্জাক তিতাস জানান, বগুড়ায় ছাত্রলীগের নেতাকর্মীরা মানবিক কর্মকান্ডে সদা সক্রিয়। করোনাকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে নেতাকর্মীরা। পবিত্র রমজান মাসে সেহেরী, ইফতার বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশে নেতাকর্মীরা দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিচ্ছে। এ কার্যক্রম অব্যহত থাকবে বলে তিনি জানান।

news24bd.tv / কামরুল