পেটে ক্ষুধা রেখে লকডাউন মানা সম্ভব না

পেটে ক্ষুধা রেখে লকডাউন মানা সম্ভব না

Other

দোকানপাট খুলে দিন। তবে এতো কম সময় নির্ধারণ না করে অর্থাৎ ৭ ঘন্টা না করে ১৫ ঘন্টা করুন। এতে মানুষের ভীড় কমবে। একই অবস্থা ব্যাংক বীমা সরকারি অফিসে করুন।

কর্মঘন্টা বেশি করলে ভীড় কম হবে। মানুষ তাড়াহুড়ো করবে না। লকডাউন সমাধান নয়।  

যাদের ঘরে পর্যাপ্ত খাবার আছে, মাস শেষে মোটা অংকের মাইনে পান তারা লকডাউনের পক্ষেই বলবেন।

পেটে ক্ষুধা রেখে লকডাউন মানা সম্ভব না। এ ছাড়া এমনতো নয় যে ১৫ দিন পর করোনা ভাইরাস চলে যাবে? এটাকে নিয়েই বাঁচতে হবে। তবে মাস্কপরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে।

শঙ্কর মৈত্র সিনিয়র সাংবাদিক (ফেসবুক থেকে)

 

আরও পড়ুন:


ওবায়দুল কাদেরকে পদত্যাগের আহ্বান ভাগ্নে মঞ্জুর

২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৮

বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২


news24bd.tv / কামরুল