বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী মানুষের ভিড়

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে ঢাকামুখী মানুষের ভিড়

অনলাইন ডেস্ক

রাজধানীমুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকলেও আজ শুক্রবার (২৩ এপ্রিল) সকাল থেকে ফেরিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

সর্বাত্মক লকডাউনের মধ্যে ২৫ এপ্রিল থেকে দোকান পাট খোলে দেয়ার ঘোষণার পর থেকে মাদারীপুরে বাংলাবাজার যাত্রীদের ভিড়।

ঘাট কর্তৃপক্ষ জানায়, এ নৌরুটে সাধারণত ১৮টি ফেরি চললেও করোনা ভাইরাসের চলমান লকডাউনে চলাচল করছে মাত্র ৫টি ফেরি।

সকাল থেকেই ব্যক্তিগত গাড়ির সংখ্যা বাড়তে থাকে। এছাড়া যাত্রীদেরও চাপ বাড়তে থাকে ফেরিঘাটে। লঞ্চ ও স্পিডবোট বন্ধ থাকায় যাত্রীরা ফেরিতে করে পারাপার হচ্ছেন। অতিরিক্ত যাত্রীদের চাপের কারণে উপেক্ষিত ছিল স্বাস্থ্যবিধি।

আরও পড়ুন:


ওবায়দুল কাদেরকে পদত্যাগের আহ্বান ভাগ্নে মঞ্জুর

২৫ এপ্রিল থেকে দোকানপাট ও শপিংমল খোলা

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৮

বাগেরহাটে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ২


মাদারীপুরের বাংলাবাজার ফেরিঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন জানান, সীমিত পরিসরে ফেরি দিয়ে জরুরি সেবা প্রদানকারী যানবাহন পারাপার করা হচ্ছে। এর মধ্যে অ্যাম্বুলেন্স, পণ্যবাহী ট্রাক, কুরিয়ার সার্ভিসের গাড়ি অগ্রাধিকার দেয়া হচ্ছে।  

এদিকে, ইজিবাইক, সিএনজি ও মোটরসাইকেলযোগে বাড়তি ভাড়া দিয়ে দক্ষিণাঞ্চল থেকে যাত্রীরা ঘাটে আসছেন। পরে ফেরিতে করে পদ্মা নদী পাড়ি দিয়ে নিজ নিজ গন্তব্যে ছুটছেন তারা।

news24bd.tv / কামরুল