বইয়ের পাঠক মাত্রই একজন ক্রিয়েটর

বইয়ের পাঠক মাত্রই একজন ক্রিয়েটর

Other

তুমি  যখন নাটক দেখো, সিনেমা দেখো, কাহিনী তোমাকে টেনে নিয়ে যায়। সেখানে যা সেট করা আছে তার বাইরে তুমি খুব একটা যেতে পারো না। আর যখন বই পড়ো, তখন সেখানে কাহিনীটা থাকে, সেই কাহিনীটাকে তুমি তোমার মতো করে ভিজুয়ালাইজ করতে পারো। তুমি তোমার মতো করে পরিবেশটা তৈরি করতে পারো।

বই পড়ায় তোমার ক্রিয়েটিভিটি প্লে করার সুযোগ পায়, তুমি তখন ক্রিয়েটর হয়ে ওঠো। কিন্তু যখন নাটক বা সিনেমা দেখো- তুমি তখন কেবল একজন ফলোয়ার, তৈরি করে তোমার সামনে ছেড়ে দেয়া একটা জগতে তুমি হেটে হেটে যাও। সেটা তোমার নিয়ন্ত্রণাধীন নয়।
বইয়ের পাঠক মাত্রই একজন ক্রিয়েটর ।

 কন্যাদের কাছ থেকে এমন ভারী ভারী কথা শুনতে শুনতে আজকাল নিজেকে ’ক্রিয়েটর ক্রিয়েটর’ মনে হয়।

news24bd.tv/আলী