জুমায় আলেম-ওলামাদের মুক্তির 
জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

জুমায় আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

জুমার দোয়ায় হেফাজতের নেতা-কর্মী ও আটক আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া করার অভিযোগ উঠে মসজিদের ইমাম আহমুদুল হকের বিরুদ্ধে। এ ঘটনার জেরে পুলিশ তাকে মসজিদের গেট থেকে থানায় ধরে নিয়ে গেছে বলেও অভিযোগ উঠেছে।

গতকাল শুক্রবার নওগাঁ শহরের কাজীর মোড় গোডাউন জামে মসজিদে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিকেল ৫টার দিকে মসজিদের গেট থেকে তাকে থানায় নিয়ে যায় পুলিশ।

পরে রাত ১২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

প্রত্যক্ষদর্শী মসজিদের মুসল্লিরা জানান, ইমাম আহমুদুল হক জুমার মোনাজাতের সময় হেফাজতের কোনো কথা বলেননি। তিনি দলমত নির্বিশেষে মুসলিমদের শান্তি কামনা এবং করোনাভাইরাসের রোগমুক্তি কামনায় দোয়া করছিলেন।

কিন্তু ইমামের বিরুদ্ধে অভিযোগ- হেফাজতের কর্মীরা পুলিশি হয়রানির স্বীকার হচ্ছে এবং আটক আলেম-ওলামাদের মুক্তির কথা বলে দোয়া করা হয়েছে।

 

এ ঘটনার জেরে শুক্রবার বিকেল ৫টার দিকে মসজিদের গেট থেকে ইমামকে পুলিশ থানায় নিয়ে আসে বলে অভিযোগ উঠে।  


পবিত্র রমজান মাসে যে ৩ আমলে মিলবে ক্ষমা

ফোন করলেই বাড়িতে যাবে গণস্বাস্থ্যর ভ্রাম্যমাণ মেডিকেল টিম

লকডাউন শেষে যা যা বন্ধ রাখার পরামর্শ

থানা থেকে পালিয়ে আবারও পুলিশের হাতে ধরা আসামি


এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আমরা ইমাম সাহেবকে থানায় নিয়ে আসেনি। তিনি (আহমুদুল হক) নিজেই থানায় আসছিলেন। তথ্য সংগ্রহ করা হচ্ছিল। পরে বিধি মোতাবেক তাকে মসজিদ কমিটির কাছে ছেড়ে দেওয়া হয়েছে।

news24bd.tv নাজিম