যে কারণে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করলেন দেব

যে কারণে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করলেন দেব

অনলাইন ডেস্ক

ভারতে প্রাণঘাতী করোনা ভাইরাস দিন দিন আরও ভয়াবহ রূপ ধারণ করছে। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছেও মৃত্যুও। সমগ্র ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গেও ভয়াবহ আকার ধারণ করেছে করোনা। ভোটের বঙ্গে সাধারণের সঙ্গে করোনার দ্বিতীয় ঢেউ থেকে রেহাই পাচ্ছেন না নেতা, মন্ত্রীরা।

আক্রান্ত হচ্ছেন প্রার্থীরাও।

এই ভয়াবহ অবস্থায় নিজের সব রাজনৈতিক সভা বাতিলের ঘোষণা দিলেন তৃণমূলের তারকা সাংসদ তথা টালিউড সুপারস্টার দেব।

একই সঙ্গে টুইটারে তিনি লেখেন, ‘রাজনৈতিক নেতা না হলে মাস্ক না পরে বাড়ির বাইরে বের হবেন না। তার কারণ আপনারা জানেন’।

 


জুমায় আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

পবিত্র রমজান মাসে যে ৩ আমলে মিলবে ক্ষমা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬২ লাখ ছাড়াল

১৭টি পদে নিয়োগ দেবে বাংলাদেশ ডিজেল প্ল্যান্ট


তিনি আরও লেখেন, এ বারে প্রকৃত অর্থে ‘আত্মনির্ভর’ হওয়ার সময় এসেছে। পাশে বন্ধনীতে লেখা, ‘খোঁচা দিইনি। এটাই রূঢ় বাস্তব। নিজের জীবন নিজে বাঁচান’।

news24bd.tv নাজিম