পূর্ব জেরুজালেমে ত্রিমুখী সংঘর্ষে শতাধিক আহত

পূর্ব জেরুজালেমে ত্রিমুখী সংঘর্ষে শতাধিক আহত

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের পূর্ব জেরুজালেমে কট্টরপন্থি ইহুদি, ফিলিস্তিনি ও ইসরাইলি পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, সংঘর্ষের এ ঘটনায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন।

এদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর।

বিবিসি জানায়, বৃহস্পতিবার রাতে শহরের দামেস্ক গেইটে ‘আরবদের মৃত্যু’ কামনা করে স্লোগান দেওয়া কয়েকশ কট্টর-জাতীয়তাবাদী ইসরায়েলি ফিলিস্তিনি বিক্ষোভকারীদের মুখোমুখি হয়।

পরিস্থিতি সামলাতে পুলিশকে স্টান গ্রেনেড ও কাঁদুনে গ্যাস ছুড়তে হয়েছে। সংঘর্ষের ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

 


যে কারণে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করলেন দেব

জুমায় আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

পবিত্র রমজান মাসে যে ৩ আমলে মিলবে ক্ষমা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬২ লাখ ছাড়াল


ফিলিস্তিনি রেড ক্রস জানিয়েছে, সংঘর্ষে অন্তত ১০০ ফিলিস্তিনি আহত হয়েছেন। তাদের মধ্যে ২১ জনের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, এ ঘটনায় ফিলিস্তিনি কর্তৃপক্ষ (পিএ) ও হামাস তীব্র নিন্দা জানিয়েছে বলেও খবরে উল্লেখ করা হয়েছে।  

news24bd.tv নাজিম