যুক্তরাষ্ট্রে জনসনের টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে জনসনের টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার

অনলাইন ডেস্ক

রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রে দেড় সপ্তাহ আগে জনসন এন্ড জনসনের টিকা দেওয়া বন্ধ করে দেয়া হয়। অবশেষে তাদের টিকার উপর থেকে এই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্রের ব্যাধি নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) এবং খাদ্য ও প্রশাসন অধিদফতর।

সিডিসির উপদেষ্টা কমিটির সুপারিশের পর এই স্থগিতাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়। তবে স্থগিতাদেশ প্রত্যাহার করলেও রক্ত জমাট বাঁধে কিনা; এ ব্যাপারে কঠোর পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

শনিবার থেকে জনসনের টিকা দেওয়ার বিষয়ে মত দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও প্রশাসন অধিদফতর। সিডিসির পরিচালক ডা. রোচেল ওয়েলেস্কি উপদেষ্টা কমিটির সুপারিশ সমর্থন করে বক্তব্য দিয়েছেন এবং সুপারিশপত্রে সাক্ষর করেছেন।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!


স্থানীয় সময় শুক্রবার দুপুরে সিডিসি ও খাদ্য এবং ওষুধ প্রশাসনের যৌথ পরামর্শ কমিটির সভায় ১০-৪ ভোটে এ টিকার ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়।

তবে কেবলমাত্র ১৮ বছরের এবং এর বেশি বয়স্কদেরকে এই টিকা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

news24bd.tv / নকিব