করুণারত্নে-ধনঞ্জয়ার জুটি ভোগাচ্ছে টাইগারদের

করুণারত্নে-ধনঞ্জয়ার জুটি ভোগাচ্ছে টাইগারদের

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার পাল্লেকেলে টেস্টে প্রথম ইনিংসে করা বাংলাদেশের পাহাড়সম রানের সামনে লড়ছে স্বাগতিক শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯৭ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ৩০২ রান। দিমুথ করুনারাত্নে ১৩০ ও ধনঞ্জয় ডি সিলভা ৫৪ রানে ব্যাট করছেন।

বাংলাদেশের করা ৫৪১ রানের জবাবে ফলোঅন এড়াতে তাদের প্রয়োজন আর ৪০ রান।

 

তৃতীয় দিন ৭৩ ওভার ব্যাটিং করে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। আজ প্রথম ঘণ্টায় আরও ১৫ ওভার ব্যাটিং করে ৪২ রান যোগ করেছেন দুই অপরাজিত ব্যাটসম্যান করুনারাত্নে ও ধনঞ্জয়। তাদের আউট করার তেমন একটা সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

তাসকিন আহমেদের করা ৮৬তম ওভারের তৃতীয় বলটি অনসাইডে ঠেলে দিয়ে সেঞ্চুরি পূরণ করেন করুনারাত্নে।

এ মাইলফলকে পৌঁছতে ২৪৭ বল খেলেন তিনি। যেখানে ছিল ৮টি চারের মার। করুনারাত্নের ক্যারিয়ারের ১১তম টেস্ট সেঞ্চুরি এটি, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।


যে কারণে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করলেন দেব

জুমায় আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

পবিত্র রমজান মাসে যে ৩ আমলে মিলবে ক্ষমা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬২ লাখ ছাড়াল


উইকেট আঁকড়ে ধরে তুলছে রান। তিন উইকেট হারানোর পর লড়াই চালিয়ে যাচ্ছেন দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। এরই মধ্যে নিজের টেস্ট ক্যারিয়ারের একাদশতম সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার।

news24bd.tv নাজিম