যে কারণে অনশন ভাঙলেন নাভালনি

যে কারণে অনশন ভাঙলেন নাভালনি

অনলাইন ডেস্ক

দীর্ঘ ২৪ দিন পর অনশন ভাঙলেন রাশিয়ার প্রধান বিরোধী নেতা আলেক্সেই নাভালনি। তার ব্যক্তিগত চিকিৎসকরা তাকে জীবন ও স্বাস্থ্য রক্ষার জন্য খাবার খেতে অনুরোধ করলে গতকাল শুক্রবার তিনি অনশন ভাঙতে সম্মত হন।

ইন্সটাগ্রাম পোস্টে নাভালনি লিখেছেন, চিকিৎসকরা তাকে দুবার দেখে গেছেন। অবস্থার উন্নতির পরিপ্রেক্ষিতে আমি আমার অনশন ধর্মঘট সমাপ্ত করছি।

এই প্রক্রিয়া ধীরে ধীরে হবে বলেও জানান তিনি।

এ সপ্তাহের শেষ দিকে নাভালনির চিকিৎসকরা সতর্ক করে বলেছিলেন, তিনি যে কোনো সময় মারা যেতে পারেন।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!


বৃহস্পতিবার তারা আবারও সতর্ক করে দিয়ে বলেন, আরও অনশন তার গুরুতর ক্ষতি করবে। তাকে মৃত্যুর দিকে ঠেলে দেবে।

উল্লেখ্য, গত ৩১ মার্চ থেকে আরও ভালো চিকিৎসা সেবার দাবিতে অনশন শুরু করেন নাভালনি। কারাদণ্ডের স্থগিতাদেশ ভঙ্গের অভিযোগে গত ফেব্রুয়ারিতে রাশিয়ার একটি আদালত নাভালনিকে আড়াই বছরের কারাদণ্ড দেন।

news24bd.tv / নকিব

এই রকম আরও টপিক