পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট স্থগিত: মাউশি
গাজীপুরের শ্রীপুরে কবর থেকে আবারও কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীদের মাঝে আতঙ্ক ও কৌতুহলের সৃষ্টি হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ডে বৈরাগীরচালা উত্তর পাড়া গ্রামের বাতেন সরকারদের পারিবারিক কবরস্থান থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটে।
মরহুম হাজী আব্দুল গফুরের স্ত্রী আমেনা (৫০), হাজী আব্দুল গফুর (১১৫), রাবেয়া খাতুন(৭০), এই ৩ জনের কবর থেকে তিনটি কঙ্কাল চুরি হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
আরও পড়ুন
দুবাইয়ে নগ্ন হয়ে ফটোশুট, ছাড়া পেলেন বাকি দুই মডেলও
মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেই বাবা-মাকে খুন করে আশরাফুল
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান তুষার
করোনা নেগেটিভ হয়ে বাসায় ফিরলেন আফসানা মিমি
শনিবার (২৪ এপ্রিল) সকালে নিহতের স্বজনেরা কবরের মাটি সরানো দেখলে তাদের সন্দেহ হয়। কবরস্থানে গিয়ে কবরের ভেতর কঙ্কালের অস্তিত্ব দেখতে না পেয়ে তাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
পরে তারা নিজেরাই মাটি দিয়ে কবর ঢেকে দেয়। বারবার এ এলাকার কবর থেকে কঙ্কাল ও লাশ চুরির ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। এর আগে উপজেলার কেওয়া পশ্চিম খন্ড, উজিলাব, ফখরুদ্দিন মোড়সহ বিভিন্ন এলাকা থেকে রাতের অন্ধকারে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।
news24bd.tv আহমেদ
দুবাইয়ে নগ্ন হয়ে ফটোশুট, ছাড়া পেলেন বাকি দুই মডেলও
অনলাইন ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে নগ্ন হয়ে ফটোশুট করার ঘটনায় গ্রেপ্তার সকল মডেলকেই ছেড়ে দেয়া হয়েছে। নগ্ন ওই ফটোশুটে অংশ নিয়েছিলেন ২০ জন মডেল। তাদের মধ্যে আগেই ১৮ জনকে ছেড়ে দেয়া হয়েছিলো। বাকি এই দুই জনকেও ছাড়া হলো।
দুবাইয়ের একটি ভবনের ব্যালকনিতে দাঁড়িয়ে নগ্ন হয়ে ফটোশুট করার ঘটনা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। শুরু হয়েছিল আলোচনা সমালোচনা। তারপর এই ২০ মডেলকে গ্রেপ্তার করা হয়।
ইস্টটুওয়েস্ট নিউজের বরাত দিয়ে নিউইয়র্ক পোস্ট এসব তথ্য জানিয়েছে। গণমাধ্যমটি আরও জানান, সবশেষ মুক্তি পাওয়া দুজন মডেল হচ্ছেন ইউক্রেনিয়ান ভোগ মডেল ইভজেনিয়া তারান (২১) এবং আরেকজনের নাম আনাস্তাসিয়া কাসহুবা। তারাই দুজনই কুখ্যাত সেই ‘বাট স্কয়াডের’ সদস্য ছিলেন। তাদের মধ্যে কাসহুবা আবার করোনায়ও আক্রান্ত হন।
আরও পড়ুন
মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্ক করতেই বাবা-মাকে খুন করে আশরাফুল
করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন অধ্যাপক শামসুজ্জামান তুষার