রমজানেও ক্রেতাশূন্য দেশের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জ

Other

রমজানের মধ্যেও লকডাউনের কারণে দেশের বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে ক্রেতাশূন্য। পাইকাররা দিশেহারা। নেই শ্রমিকদের হাঁকডাক।

বিক্রি করতে না পারায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ কাঁচামাল।

দিশেহারা আমদানিকারক এবং লেনদেনে নেমেছে স্থবিরতা।  

রমজানে বাড়তি লাভের আশায় দুই মাস আগে অতিরিক্ত পণ্য মজুদ করে রাখেন চাক্তাই খাতুনগঞ্জের পাইকারি ব্যবসায়ীরা। কিন্তু আশায় গুড়ে বালি।  

লকডাউনের কারণে খাতুনগঞ্জের পাইকারি বাজার এখন ‘ক্রেতাশূন্য’।

নেই শ্রমিকদের চিরচেনা হাঁকডাক ও চিৎকার-চেঁচামেচি। ক্রেতা না থাকায় পঁচে যাচ্ছে পেঁয়াজসহ বিভিন্ন কাঁচামাল। দিশেহারা ব্যবসায়ীরা।  

আমদানিকারকরা বলছেন, আগের এলসি করা পণ্য এখনও চট্টগ্রাম বন্দর হয়ে আমদানি অব্যাহত থাকলেও বিক্রি না থাকায় হতাশ তারা।


যে কারণে নিজের সব রাজনৈতিক সভা বাতিল করলেন দেব

জুমায় আলেম-ওলামাদের মুক্তির জন্য দোয়া, ইমামকে থানায় নেওয়ার অভিযোগ

পবিত্র রমজান মাসে যে ৩ আমলে মিলবে ক্ষমা

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ১৪ কোটি ৬২ লাখ ছাড়াল


শ্রমিকরাও কাজ না পেয়ে আছেন মহাবিপদে। এদিকে ক্রেতা শূন্য হওয়ায় সব ধরণের পণ্যের দাম কেজিতে কমেছে পাইকারিতে ১০ থেকে ১২ টাকা পর্যন্ত।

news24bd.tv নাজিম