দিল্লির হাসপাতালে অক্সিজেন আসার আগেই ২৫ জনের মৃত্যু

দিল্লির হাসপাতালে অক্সিজেন আসার আগেই ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক

করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত পুরো ভারত। প্রতিদিনই দেশটিতে ভাঙছে করোনা শনাক্ত ও মৃত্যুর রেকর্ড। এরই মধ্যে দিল্লির একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ২৫ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছে।

শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে এই ঘটনা ঘটে।

হাসপাতালটির ঊর্ধ্বতন এক কর্মকর্তা ভারতীয় সম্প্রচার মাধ্যম এনডিটিভিকে বিষয়টি নিশ্চিত করেন।

হাসপাতালটির মেডিকেল ডিরেক্টর বলেন, সরকারিভাবে আমাদের এখানে বিকাল ৫টার দিকে ৩.৫ মেট্রিক টন অক্সিজেন আসার কথা ছিলো। কিন্তু মাঝরাত পেরিয়ে গেলেও অক্সিজেন হাসপাতালে এসে পৌঁছায়নি। এর মধ্যেই ২৫ জন রোগী অক্সিজেন না পেয়ে মারা যায়।


আরও পড়ুনঃ


বাঙ্গি: বিনা দোষে রোষের শিকার যে ফল

আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

লকডাউনে 'বান্ধবীর' সাথে দেখা করতে যুবকের আকুতি, পুলিশের রোমান্টিক জবাব!


তিনি আরও জানান, অন্তত ২১৫ জন কোভিড রোগী আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়।

দিল্লির এই হাসপাতালটি ভারতের দ্বিতীয় হাসপাতাল যেটি অক্সিজেন সংকট নিয়ে এসওএস বার্তা পাঠায়। বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের শরণাপন্নও হয়েছে তারা।

news24bd.tv / নকিব