দেশি পণ্য ক্রয়ই হবে স্বল্প আয়ের মানুষদের সম্মানজনক সহযোগিতা

দেশি পণ্য ক্রয়ই হবে স্বল্প আয়ের মানুষদের সম্মানজনক সহযোগিতা

Other

এই সময় সাধারণ মানুষের কর্মসংস্থান ধরে‌ রাখতে দেশি পণ্য উৎপাদনকারী উদ্যোগগুলো বাঁচিয়ে রাখতে হবে। আমরা একটা দেশি পণ্য কিনলে কেবল চূড়ান্ত পণ্যের বিপণনের সাথে যারা জড়িত তারা উপকৃত হন না, বরং এর উৎপাদনে জড়িত কারিগর, ডিজাইনারসহ বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থানে তা উপকারে আসে।

তাই আমরা সবাই দেশি পণ্য বেশি বেশি কিনলে তার মাধ্যমে আসলে বিপুল সংখ্যক স্বল্প আয়ের মানুষের কর্মসংস্থান ধরে রাখা সম্ভব। এটাই হবে সাধারণ মানুষকে সম্মানজনক ভাবে তাদের জীবন জীবিকা নির্বাহে আমাদের সহযোগিতা।

আরও পড়ুন


৪ দিনের রিমান্ড শেষ, কারাগারে বিএনপি নেত্রী নিপুণ রায়

অক্সিজেন শেষ হয়ে গেছে ইন্দোনেশিয়ার নিখোঁজ সাবমেরিনের

দিন শেষে মৃত্যু একটা সংখ্যামাত্র কিন্ত পরিবারের কাছে আমরাই সব

হুইপ পুত্র শারুনসহ দোষীদের বিচার দাবি ব্যাংকার মোর্শেদের স্ত্রীর


কোভিডের চ্যালেঞ্জে ভারাক্রান্ত অর্থনীতিকে চাঙ্গা করতে তাই এবারের ঈদে যে যাই কিনি, চলুন যথাসম্ভব দেশি পণ্য কিনি। আর অবশ্যই সামর্থ্যমতো দরিদ্র মানুষকে সাহায্য সহযোগিতা যেন দেই।

গতবছর এরকম সময়ে আমি ঠিক করেছিলাম এক বছর মূলত দেশি পণ্য কিনব। আমি পোশাক, জুতা, হস্তশিল্পজাত গয়না এবং গৃহসজ্জায় সামগ্রীতে একটিও বিদেশী পণ্য গত একবছর কিনি নাই।

অন্যান্য ক্ষেত্রে বাধ্য হয়ে কিনতে হয়েছে যেখানে, দেশি পণ্য ভালো নেই।

লেখক: নাজনীন আহমেদ, অর্থনীতিবিদ

news24bd.tv আহমেদ

সম্পর্কিত খবর