ভারতের পাশেই থাকবেন ইমরান খান

ভারতের পাশেই থাকবেন ইমরান খান

অনলাইন ডেস্ক

ভারতের করোনার দ্বিতীয় ঢেউয়ের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে পাশে থাকার বার্তা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।  শুধু তাই নয়, পাকিস্তানের জনকল্যাণমূলক সংস্থাগুলোর একাংশের পক্ষ থেকে করোনা যুদ্ধে ভারতের প্রতি সহমর্মিতা প্রকাশ করা হচ্ছে। দেয়া হয়েছে সাহায্যের প্রস্তাবও।

শনিবার ইমরান খান টুইটারে লেখেন, ‘বিপজ্জনক কোভিড-১৯ ঢেউয়ের বিরুদ্ধে ভারতবাসীর লড়াইয়ের প্রতি সংহতি প্রকাশ করছি।

প্রতিবেশী দেশ এবং বিশ্বজুড়ে আক্রান্তদের দ্রুত আরোগ্যের জন্য আমরা প্রার্থনা জানাই। বিশ্বব্যাপী এই চ্যালেঞ্জের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে আমাদের সামিল হতে হবে। ’


আরও পড়ুনঃ


আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে: নোবেল

ইসরায়েলে করোনায় দৈনিক মৃত্যু নেমে এসেছে শূন্যে

গণপরিবহন চালু হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন: রেলপথ মন্ত্রী


আনন্দবাজার জানিয়েছে, শুক্রবার করোনা মোকাবিলায় ভারতকে সাহায্যের প্রস্তাব দিয়েছেন পাকিস্তানের পরিচিত সমাজকর্মী এবং মানবাধিকার রক্ষা আন্দোলনের ‘মুখ’ ফয়সাল ইধি।  

আন্তর্জাতিক পরিচিতি সম্পন্ন জনকল্যাণমূলক সংস্থা ইধি ফাউন্ডেশনের প্রধান ভারতে ৫০টি অ্যাম্বুল্যান্স এবং চিকিৎসক ও স্বেচছাসেবক পাঠানোর অনুমতি চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠিও পাঠিয়েছেন।

news24bd.tv / নকিব