জামায়াতের ৬ নেতা গ্রেফতার

জামায়াতের ৬ নেতা গ্রেফতার

অনলাইন ডেস্ক

দিনাজপুরের বিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতে ইসলামীর ৬ নেতা ও অন্যান্য মামলার ওয়ারেন্টভুক্ত আরও ৮ আসামিকে গ্রেফতার করেছে। শনিবার দিনাজপুর আদালতে তাদের সোপর্দ করেছে পুলিশ।

বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান জানান, সম্প্রতি কয়েকদিন আগে হওয়া একটি নাশকতা মামলায় এজাহার নামীয় জামায়াতের ৬ নেতাকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

ওসি মনিরুজ্জামান জানান, গত ১৬ মার্চ জামায়াত-শিবির নেতাকর্মীদের বিরুদ্ধে বিরামপুর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়।

 

ওই মামলার এজাহারভুক্ত পলাতক আসামি জামায়াত নেতা হাফিজুল ইসলাম (৫৪), এনামুল হক (৪৩), মজনুর রহমান (৪৮), ইয়াকুব আলী (৪৭), মোকছেদ আলী মণ্ডল (৫০) ও মজিবুর রহমানকে (৫৭) পুলিশ শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেফতার করে।  

একই রাতে পুলিশ বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মজনু, সাইফুল, আইয়ুব, আব্দুল, সুজন, আতিয়ার, রমজান ও হুমায়নকে আটক করে।

news24bd.tv/আলী