নাটোর সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ পলকের

নাটোর সদর হাসপাতালের চিকিৎসা সেবা নিয়ে অসন্তোষ পলকের

Other

নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য আইসিইউ না থাকার কারণ জানতে চেয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। করোনাভাইরাস প্রতিরোধে জেলার স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয়ক ভার্চুয়াল সভায় শনিবার দুপুরে পলক এ ঘোষণা দেন।

পলক বলেন, জেলার অধিকাংশ মানুষের চিকিৎসার অন্যতম ভরসাস্থল নাটোর সদর হাসপাতাল। এক বছরের বেশি সময় ধরে দেশে মহামারি চললেও এই হাসপাতালে আইসিইউ ও কেন্দ্রীয়  অক্সিজেন সরবরাহ ব্যবস্থা কিছুই নেই।

কার গাফিলতিতে এতদিন ধরে প্রতিটি জেলা সদর হাসপাতালে আইসিইউ করার সরকারি নির্দেশ বাস্তবায়ন হয়নি তা খতিয়ে দেখার জন্য তদন্ত কমিটি গঠন করার আহ্বানও জানান তিনি।

তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে হবে।

এসময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সাইদুর রহমান, সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল,  জেলা প্রশাসক মো. শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, সিভিল সার্জন কাজী মিজানুর রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

news24bd.tv/আলী