বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়ালো

বিশ্বে করোনায় মৃত্যু ৩১ লাখ ছাড়ালো

অনলাইন ডেস্ক

মহামারী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছেন ৩১ লাখ ১২ হাজার ৪০২ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ১৩ হাজার ৩৯০ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটার আরও জানিয়েছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৪ কোটি ৭০ লাখ ৪৩ হাজার ৭৫৪ জন।

আর এ রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন মোট ১২ কোটি ৪৬ লাখ ৯৩ হাজার ৫০৪ জন।

দৈনিক মৃত্যুর হিসেবে বর্তমানে শীর্ষে আছে দক্ষিণ আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৯৮৬ জন। দেশটিতে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮৯ হাজার ৬০৯।


বিচারক পরিচয়ে প্রেম, অত:পর ধর্ষণ

ফিতরার গুরুত্ব ও ফজিলত

দোকানপাট-শপিংমল খুলছে আজ

স্নাতক পাসে নিয়োগ দেবে চালডাল লিমিটেড


এই তালিকায় ব্রাজিলের পরই আছে ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মারা গেছেন মোট ২ হাজার ৭৬১ জন রোগী। এ পর্যন্ত দেশটিতে এ রোগে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১ লাখ ৯২ হাজার ২১০ জন।

news24bd.tv নাজিম