সামনে আরও কত নির্মম বাস্তবতা অপেক্ষা করছে কে জানে!

সামনে আরও কত নির্মম বাস্তবতা অপেক্ষা করছে কে জানে!

Other

দেশে করোনাভাইরাসের নাইজেরিয়ার ধরন (ভেরিয়েন্ট) শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ঢাকায় সাতজন এবং সুনামগঞ্জে একজন। যদিও এটি মার্চ মাসের ল্যাব রিপোর্ট। চলতি মাসে হয়ত এর সংখ্যা আরও বেড়েছে।

তবুও আমরা অনেকেই করোনা সংক্রমণ রোধে এখনও উদাসীন।

অন্যদিকে ভারতে সনাক্ত হয়েছে উচ্চমাত্রার তৃতীয় ভেরিয়েন্ট, যেটি চলমান করোনা টিকাও নিয়ন্ত্রণে ব্যার্থ হচ্ছে। ভারতের সেই টিকা বাংলাদেশে জনসাধারণকে প্রয়োগ করা হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভারতে আগামী মাসে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়ে যেতে পারে।

এনডিটিভির খবরে জানা যায়, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় সংক্রমিত হয়েছে ৩ লাখ ৪৬ হাজার জন। মারা গেছেন ২ হাজার ৬২৪ জন। গত ২৪ ঘণ্টার তুলনায় সংক্রমণ ও মৃত্যু দুইই বেড়েছে।

ভারতে করোনা পরিস্থিতি এতটাই ভয়াবহ অবস্থা ধারণ করেছে যে, সেখানে হাসপাতালগুলোতে অনেক জায়গায় একই বেডে দুজন চিকিৎসা নিচ্ছেন, তাতেও সবার চিকিৎসা হচ্ছে না বিধায় অনেক জায়গায় মসজিদকে অস্থায়ী হাসপাতালে পরিনত করা হচ্ছে।


আরও পড়ুনঃ


আপনি কী করেন? এটি মোটেও নিরীহ প্রশ্ন নয়

ভারতের পাশেই থাকবেন ইমরান খান

ইসরায়েলে করোনায় দৈনিক মৃত্যু নেমে এসেছে শূন্যে

গণপরিবহন চালু হলে স্বাস্থ্যবিধি মেনে চলবে ট্রেন: রেলপথ মন্ত্রী


শুধু অক্সিজেন সংকটের কারনে দিল্লির একটি হাসপাতালে গতকাল ২৫ জনের দুঃখজনক মৃত্যু হয়েছে।

প্রতিবেশি দেশ হিসেবে আমরাও নিরাপদ নই। গতকাল আমরা হারিয়েছি ৮৫ জনকে। সামনে আরও কত নির্মম বাস্তবতা অপেক্ষা করছে কে জানে!

আল্লাহ সহায় হোন বিশ্ববাসী সবার প্রতি। আমিন।

news24bd.tv / নকিব