তাসকিন ম্যাজিকের পর লঙ্কান শিবিরে এবার এবাদতের আঘাত

তাসকিন ম্যাজিকের পর লঙ্কান শিবিরে এবার এবাদতের আঘাত

অনলাইন ডেস্ক

তাসকিনের জোড়া আঘাতের পর এবার শ্রীলঙ্কা শিবিরে আঘাত হানলেন আরেক পেসার এবাদত হোসেন। ১২ রান করা নিসানকাকে কট অ্যান্ড বোল করেন তিনি।  

এর আগে পাল্লেকেলে টেস্টের পঞ্চম দিনের শুরুতেই দুই সেঞ্চুরিয়ানের উইকেট তুলে নেন  তাসকিন। পরপর দুই ওভারে দুই সেঞ্চুরিয়ানকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান তিনি।

 

ধনঞ্জয়া ডি সিলভাকে বোল্ড করে ফেরান সাজঘরে। তাসকিনের আউট সাইড অফের বল ব্যাট ছুঁয়ে লাগে সিলভ্যার স্টাম্পে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ২৯১ বলে ২২ চারে ১৬৬ রান। এরপরে  সাজঘরে ফেরান ডাবল সেঞ্চুরিয়ান দিমুথ করুণারত্নকে।


আরমানিটোলা অগ্নিকাণ্ড: প্রাণ গেল আরও একজনের

ভারতে অক্সিজেন সংকট, পাশে দাঁড়াল সৌদি আরব

বিচারক পরিচয়ে প্রেম, অত:পর ধর্ষণ

ফিতরার গুরুত্ব ও ফজিলত


তাসকিনের শর্ট বলে মিডউইকেটে পুল করতে চেয়েছিলেন, কিন্তু ধরা পড়ে যান ফিল্ডার নাজমুল হোসেন শান্তর হাতে। তার ব্যাট থেকে আসে ৪৩৭ বলে ২৪৪ রান। তিনি ব্যাটিং করেন ৬৯৮ মিনিট।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ  উইকেটে ৫৬০ রান। তারা এখন ১৯ রানে এগিয়ে।

news24bd.tv নাজিম