আর কিছুতে না পারি, বায়ু দূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন (ভিডিও)

আর কিছুতে না পারি, বায়ু দূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন (ভিডিও)

Other

ভিডিওটা গতকাল সকাল ৮টার। ছাদে উঠেই  থমকে গেলাম। যেন অবিকল কোনো ডিস্টোপিয়ান সায়েন্স ফিকশনের সেট পড়েছে শহরজুড়ে। ধোঁয়া ধোঁয়া, চারপাশে সব অস্পষ্ট।

ধুলো আর ধোঁয়া মিলে ধোঁয়াশার পেটে পুরো শহর। চোখ বেশি দূর চলে না। শ্বাস নিতে কষ্ট হয়। হায়, আমার শহর।

আর কিছুতে না পারি, বায়ু দূষণে আমরা বিরাট চ্যাম্পিয়ন। কিছুদিন পর পরই সারা পৃথিবীতে উল্টোদিক থেকে প্রথম হচ্ছি। আর আমাদের ফুসফুস ভরে যাচ্ছে বিষাক্ত ক্বাথে।

আরও পড়ুন


বাংলাদেশ যেদিকে আমেরিকার চেয়ে এগিয়ে

ভারতে অক্সিজেন সংকট, পাশে দাঁড়াল সৌদি আরব

খোরশেদকে তুলে নিয়ে বিয়ের চেষ্টা নারীর, স্ত্রী-সন্তানকে হত্যার হুমকি! (ভিডিও)

ইরাকে করোনা হাসপাতালে ভয়াবহ আগুন, ২৭ জনের মৃত্যু


আমাদের যেন গলা থেকে পশ্চাৎদেশ, শরীরের পুরোটাই পাকস্থলি। খিদের শেষ নেই। খালি বড় করে কামড়ে ধরো আর খাও। পরিবেশের বারোটা বাজল তো আমার কী হলো! ইঁট পোড়ানো ধোঁয়ায় আমরা শহর ডুবিয়ে দেব। আপনি বাঁচলে বাপের নাম। উন্নয়ন–কাজের ধুলোয় অন্ধকার করে দেব দেশ। আর কোনো দেশে কি উন্নয়ন হচ্ছে এত?

ভিডিও দেখতে ক্লিক করুন

তোমাদের ফুসফুস পচে যাক। তোমাদের দম বন্ধ হয়ে আসুক। একদিন তোমরা সবাই মরে যাও। এই শহর বেঁচে থাকবে, একাই। বাবা, এর নাম উন্নয়ন। হায়, আমার শহর!

news24bd.tv আহমেদ