হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির আবদুল কাদের ৫ দিনের রিমান্ডে

অনলাইন ডেস্ক

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। প্রায় আট বছর আগে রাজধানীতে হেফাজতের তাণ্ডবের ঘটনায় মামলা করা হয় তার বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও থেকে গ্রেপ্তারের পর রোববার (২৫ এপ্রিল) ঢাকা মহানগর হাকিম আদালতে তোলা হয় তাকে। পরে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন।

২০১৩ সালে রাজধানীর শাপলা চত্বর এলাকায় অগ্নিসংযোগ-ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় ও সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরবিরোধী আন্দোলনে সহিংসতার মামলায় গ্রেপ্তার করা হয় তাকে।


আরও পড়ুনঃ


ভারতের পাশেই থাকবেন ইমরান খান

ইসরায়েলে করোনায় দৈনিক মৃত্যু নেমে এসেছে শূন্যে

বিজ্ঞানীদের সতর্কবার্তার পরও পাত্তা দেয় নি ভারত

মজার ছলে করোনা ছড়িয়ে বেড়ানোর দায়ে একজন গ্রেপ্তার!


ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম জানিয়েছেন, রাজধানীর আগারগাঁও এলাকা থেকে অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলেন। এছাড়াও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব তিনি।

news24bd.tv / নকিব