বিএনপি নেতা ব্যারিস্টার জিয়ার দাফন বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে

বিএনপি নেতা ব্যারিস্টার জিয়ার দাফন বনানীর বুদ্ধিজীবী কবরস্থানে

অনলাইন ডেস্ক

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও কাউন্সিলের সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমানের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তার দাফন হবে আগামীকাল সোমবার রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে।

আজ রোববার মরহুমের দাফন করা সম্ভব হচ্ছে না। অনেক স্বজন দেশের বাইরে থাকায় সোমবার মরহুমের মরদেহ দাফন করা হবে।

এ জন্য মরহুমের মরদেহ বারডেম হাসপাতালের হিমগারে রাখা হয়েছে।

আরও পড়ুন


ভারতের সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সকল যোগাযোগ বন্ধের প্রস্তাব

মামুনুলের ‘রাবেতাতুল ওয়ায়েজীন’ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলো ‘শিশুবক্তা’

একজন অধ্যাপকের মৃত্যু ও আমাদের জন্য শিক্ষা

হেফাজতের তাণ্ডবকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


সোমবার সকাল ১০টায় বিএনপির কেন্দ্রীয় দলীয় কার্যালয়, এর পর বাংলাদেশ সুপ্রিমকোর্ট ও নিজ এলাকা ধামরাইয়ের কালামপুর আতাউর রহমান খান স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে রাজধানীর বনানী বুদ্ধিজীবী কবরস্থানে মরহুমের মরদেহ সমাহিত করা হবে।

এর আগে শনিবার রাত ১০টায় তেজগাঁও ইম্পালস হাসপাতালে তিনি মারা যান। তিনি ছিলেন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী ও স্বাধীন বাংলাদেশের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী জাতীয় নেতা আতাউর রহমান খানের ছেলে।

news24bd.tv / কামরুল