গাজীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

গাজীপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল যুবলীগ

Other

বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে গাজীপুর মহানগরীর ২১নং ওয়ার্ডের মীরের গাও দক্ষিণ পাড়া এলাকার কৃষক আব্দুর রহিমের ৭০ শতাংশ (দুই বিঘা) জমির পাঁকা ধান কেটে দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগ গাজীপুর মহানগর কমিটি।   

শনিবার (২৪ এপ্রিল) সকালে মহানগর যুবলীগের আহ্বায়ক কামরুল আহসান সুরকার রাসেলের নেত্তৃত্বে ৫০জন নেতাকর্মী ধান কাটায় অংশ নেয়।   জমিতে ধান কেটে সেগুলো মারাই করে দেন তারা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির নির্দেশে করোনার কারনে লকডাউনের এই সময় যখন শ্রমিক পাচ্ছিলেন না সেসময় যুবলীগ নেতাকর্মীরা এগিয়ে ধান কেটে মারাই করে দেয়ায় খুশি আব্দুর রহিম।

ধান কাটায় অংশ নেন- আওয়ামী লীগ নেতা মতিউর রহমান মতি, যুবলীগ নেতা আতিকুর রহমান খান রাহাত, মনিরুজ্জামান মনির, পাভেল সরকার, সাখাওয়াত হোসেন, হানিফ তালুকদার, হারুনুর রশিদ, মো. মোবারক হোসেন সহ আরও অনেকে।

আরও পড়ুন


ভারতের সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সকল যোগাযোগ বন্ধের প্রস্তাব

মামুনুলের ‘রাবেতাতুল ওয়ায়েজীন’ সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিলো ‘শিশুবক্তা’

একজন অধ্যাপকের মৃত্যু ও আমাদের জন্য শিক্ষা

হেফাজতের তাণ্ডবকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী


কৃষক আ. রহিম বলেন, করোনা মহামারিতে এমনিতে আমি ক্ষতিগ্রস্থ, হাতে টাকা নেই, অন্যদিকে শ্রমিকও সংকট। এমন মূহুর্তে আমার ২ বিঘা জমির ধান কেটে বাড়ি পৌঁছে দিলেন গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব মো. কামরুল আহসান সরকার রাসেল ও তাঁর নেতা-কর্মীরা। যুবলীগের এ নেতা নিজে এসে আমার এ উপকার করবেন এটা কখনো ভাবিনি।

আমার খুব আনন্দ লাগছে।

গাজীপুর মহানগর যুবলীগের আহ্বায়ক মো. কামরুল আহসান সরকার রাসেল বলেন, দেশে করোনা মহামারির মধ্যে সর্বত্র লকডাউন চলছে। এ সময় কৃষকের দুর্দশার কথা ভেবেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার দলের সকল নেতাকর্মীকে কৃষকের ধান কেটে দেয়ার আহ্বান জানিয়েছেন। নেত্রীর আহ্বানে বাংলাদেশ যুবলীগে মাননীয় চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ভাই আলহাজ্ব মাইনুল হোসেন নিখিল ভাই এর নির্দেশে ক্ষতিগ্রস্থ কৃষক রহিমের ২ বিঘা জমির ধান কেটে দিয়েছি। ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

news24bd.tv / কামরুল