ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হামলা ভাঙচুরের সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে গুজব ছড়ানোর দায়ে দুই ইমামসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত দুই ইমাম হলেন, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা বঙ্গবন্ধু হাই স্কুল জামে মসজিদের পেশ ইমাম দেলোয়ার হোসেন ও ঘাটুরা হরিনাদি জামে মসজিদের পেশ ইমাম ইকবাল হোসেন।
আরও পড়ুন
আবদুল কাদেরের মুক্তি দাবি মির্জা ফখরুলের
মামুনুল হকের শ্বশুর বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা ডিবি হেফাজতে
সহায়তায় বরাদ্দ ৫৮৪ কোটি টাকা, ৩৩৩ নম্বরে কল করলেই পৌঁছে যাবে খাদ্য
ভারতের সাথে জরুরি পণ্য পরিবহন ছাড়া সকল যোগাযোগ বন্ধের প্রস্তাব
পুলিশ জানায়, এ পর্যন্ত ৩৫৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন গণমাধ্যমকে বলেন, আমরা তিনদিনের ঘটনায় হামলার সঙ্গে যারা জড়িত তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেপ্তার করছি। আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
news24bd.tv আহমেদ